মৌলবাদ ও জঙ্গী গোষ্ঠি রুখতে হলে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। মৌলবাদের কারণে সংস্কৃতিক কর্মকান্ড বাধাগ্রস্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের মিঠামইন রাষ্ট্রপতি আবদুল হামিদ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্র্শনকালে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ভেতরে শিল্প সংস্কৃতির একটা ভাবনা ছিল। সে ভাবনা থেকে শিল্প সংস্কৃতি পরিচালিত হচ্ছে। শিল্প সংস্কৃতি যেন বাধাগ্রস্থ না হয় সেই লক্ষ্যে যেসব জেলার শিল্পকলা গুলোতে মেয়াদ উর্ত্তীন কমিটি রয়েছে সেখানে এডহক কমিটি করে দেওয়া হচ্ছে।
আগামী ৪ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে।
Leave a Reply