মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে মুন্ডা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়নে মুন্ডারী ভাষা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার করিমপুর চা বাগানে সাতদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও মণিপুরী ললিতকলা একাডেমির অতিঃ দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক জয়নাল আবেদীন এর নির্দেশনা এবং তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ,মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ মুন্ডা, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য এবং মুন্ডা পাঞ্চায়েতের সদস্যবৃন্দ।
সাতদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ২৫ জন ক্ষুদে শিক্ষার্থী এই কর্মশালায় শিক্ষা গ্রহণ করাবেন।
Leave a Reply