বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমান, দৈনিক পূর্বদূত পত্রিকার স্টাফ রিপোর্টার কামাল উদ্দিন। এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েট, কুয়েট, চুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন ইনফিনিটি ম্যাথ সেন্টার এর পরিচালক আহমদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নবম শ্রেণির তাওসীফ হামিদ আবির, বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মাহফুজুর রহমান মাহি, মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ তিতাস দাশ তীর্থ।
অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা কেনো উচ্চ শিক্ষায় পিছিয়ে তার বিভিন্ন কারণ ও কিভাবে তা থেকে উত্তোরণ হওয়া যায় কিভাবে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দিকে ধাবিত করা যায় তার বিষয় আলোচনা করেন।
বক্তারা আরো বলেন, মৌলভীবাজার জেলার যারা উচ্চ শিক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে তাদের সবাইকে নিয়ে একটি ছাত্রকল্যান পরিষদ গঠন করে মৌলভীবাজার জেলায় এরকম সেমিনার করার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার এর পক্ষ থেকে মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এবং বিভিন্ন মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজার জেলা হতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বার্বিক সহযোগিতা করে ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জ.বি.।
Leave a Reply