ডেস্ক রিপোর্ট
নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেখতে হবে এই উত্তাপের পরিবেশ যেনো উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনি পরিবেশ যেনো ব্যাহত না হয়। আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এসব কথা বলেন।
সিইসি আরো বলেন, এক সময় সাধারণ মানুষ ও বিচারকদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল ছিল। সেটি ক্রমেই সরে যাচ্ছে। নির্বাচনে দায়িত্ব পালনের মাধ্যমে সেই দেয়াল আরও কিছুটা শিথিল হবে। মানুষের কাছাকাছি গিয়ে বুঝতে পারবেন, তারা কী চায়। এর মাধ্যমে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্র আরও প্রশস্ত হবে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি বলেন, আমাদের কাজ হবে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা। যেনো কোনো সংঘাত না হয়, ভুল বোঝাবুঝি না হয়, সবাই যেনো নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন, সেটা নিশ্চিত করা। এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা বিচার কার্যটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করবেন- এটাই আমাদের কামনা।
Leave a Reply