নিউজ ডেস্ক :
ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন সিংদই এলাকা হতে ১টি রিভলভার ও ১ রাউন্ড গুলিসহ মো: খলিল মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ। আসামী উক্ত অবৈধ অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় বিভিন্ন ধরণের অপরাধ করত বলে জানা জানা যায়।
গোপন সংবাদরে ভিত্তিতে আজ র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার পিতার নাম মৃত আব্দুল কুদ্দুছ। এসময় তার সাথে ১টি রিভলভার ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার অপরাধের কথা স্বীকার করেছে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন, যৌতুক ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
Leave a Reply