ভারতে পাচারকালে যশোরের চৌগাছা উপজেলার শাহাজাতপুর সীমান্ত থেকে শনিবার ভোরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। খবর ইউএনবি’র।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বিজিবির একটি বিশেষ দল। ভারতে পাচারের প্রাক্কালে শাহাজাতপুর গ্রামের একটি মাঠে অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৬০টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
Leave a Reply