স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এক সময় পরাশক্তি হয়ে উঠতে পারে বলে বিশ্বাস অস্ট্রেলিয়ার সাবেক তারকা মাইক হাসির। বাংলাদেশকে বিশ্বসেরা হয়ে উঠার উপায়ও বাতলে দিয়েছেন তিনি।
ক্রিকেটের সর্বোচ্চ শিখরে উঠতে কয়েকজন ভালো মানের পেস বোলার ও স্পিন বোলার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন সাবেক এই অজি ব্যাটসম্যান। এইগুলো করতে পারলে বাংলাদেশ অবশ্যই শীর্ষে পৌঁছাবে বলে বিশ্বাস হাসির।
‘ওদের ব্যাটিংটা দারুণ, তবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উচ্চতায় উঠতে তাদের কিছু ভালো মানের পেস বোলার খুঁজে বের করতে হবে। সঙ্গে দারুণ কিছু স্পিনারও লাগবে। এগুলো করতে পারলে তাঁরা অবশ্যই শীর্ষে পৌঁছাবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানের ব্যবধানে হারের পর বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন হাসি। তিনি মনে করেন অজিদের সঙ্গে সমান তালে টক্কর দিয়েছে বাংলাদেশ।
‘বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক উন্নতি হয়েছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ব্যাটিংটা অস্ট্রেলিয়ার ঠিক সমান সমানই। অস্ট্রেলিয়ার মতোই ব্যাটিং করেছে বাংলাদেশ।’
বোলিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশ হেরেছে বলে ধারণা হাসির। বোলিংয়ে বাংলাদেশকে আরও উন্নতির পরামর্শ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান।
‘আমার মনে হয়েছে বাংলাদেশ একটা জায়গাতেই ম্যাচে পিছিয়ে ছিল। আর তা হলো তাদের বোলিং। এখানেই তাদের আরও উন্নতি করতে হবে।’
Leave a Reply