যৌতুকের অর্থ নিয়ে
কেহ কোন দিন
হয় না ধনি।
যৌতুক গ্রহন করে না
কখনো কোন জ্ঞানী মানি।।
.
যৌতুক হলো অভিশাপ
এ প্রথা সুশীল সমাজে
কাছে এক প্রকার পাপ।
অল্প কিছু অর্থ নিয়ে
মেয়ের বাবাকে করো না
কখনো হয় রানি।।
.
যৌতুকের অত্যাচার অভিচারে
কত নারীর জীবন অকালে ঝরে
বলতে পারে না কিছু মুখ ফুটে
বিরহ বেদনাই বুক পাটে
কাঁদে শুধু বিবেকের বানী।।
Leave a Reply