করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুর মহানগরীতে বিনামূল্যে ১০ লাখ মাস্ক এবং এক লাখ লিফলেট বিতরণের কাযর্ক্রম শুরু হয়েছে।
কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় গতকাল দুপুরে নগরীর ধাপ মেডিকেল মোড়ে মাস্ক বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। সচেতনতামূলক এই কার্যক্রমে নিজস্ব উৎপাদিত দশ লাখ মাস্ক সরবরাহ করেছে কারুপণ্য রংপুর লিমিটেড। আর এক লাখ লিফলেট দিয়েছে লাজফার্মা ।
উদ্বোধনী অনুষ্ঠানে কারুপণ্য রংপুর লিমিটেডের উপদেষ্টা, দৈনিক যুগান্তর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস, টিআই (প্রশাসন-ট্রাফিক বিভাগ) দেলোয়ার হোসেন, মেডিকেল মোড় ব্যবসায়ী সমিতির নেতা এনামুল হক এনামসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় রংপুর নগরীর প্রত্যেক বিভিন্নস্থানে মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে।
Leave a Reply