নিউজ ডেস্ক:
আর কয়েকদিন পর শুরু হতে যাওয়া রমজান মাস উপলক্ষ্যে ৫০৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। দেশটির অর্থ ও শিল্প মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ লক্ষ্যে একটি নির্দেশনা জারি করেছে।
গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হওয়া এই নির্দেশনা রমজান শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রমজান মাসে সাধারণত খরচ বৃদ্ধি পায়, কিন্তু ওই মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়।
যে ৫০৩টি পণ্যের মূল্য কমানো হয়েছে, সেগুলোর মধ্যে- দুধ, মুরগির মাংস, বাসমতি চাল, সানফ্লাওয়ার তেল, আটা, চিনি, চাল, ম্যাকারনিসহ অন্যান্য বিভিন্ন পণ্য রয়েছে।
অর্থ ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং রমজানের সময় যেসব পণ্যের চাহিদা বৃদ্ধি পায় সেগুলো সবচেয়ে উপযুক্ত মূল্যে দিতে রাজি হয়েছে তারা। পরে যেসব পণ্যে দাম কমেছে সেগুলোর তালিকা সব বড় সুপারমার্কেটে পাঠিয়েছে মন্ত্রণালয় এবং তাদের ওয়েবসাইট ও সব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।
এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই ব্যাপক এবং আকস্মিক অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
Leave a Reply