রিফাত চৌধুরী
আমার বাড়ির আউট-হাউসে একটা দারুণ অ্যাকোয়রিয়াম আছে।
নির্জন দুপুরে বা বিষণ্ন বিকেলে অনেক সময় খুব মন খারাপ লাগে।
তখন ওখানে গিয়ে বসি।
সন্ধেবেলা আলো নিভিয়ে অ্যাকোয়রিয়ামের সবুজ আলোটি
জ্বেলে বসে থাকি আমি।
বিশাল অ্যাকোয়রিয়ামের জলে আপন মনে খেলে বেড়াচ্ছে নানা-
রঙের মাছগুলি।
ঘোর সবুজ জলের নিচে লাল রঙের মাছেরা ঘুরে বেড়ায়,
অ্যাকোয়রিয়ামের এক কোণায় ওটা কি ঘড়ি?
সময় কি বয়ে যায় গভীর জলের তলায়?
ঘোর সবুজ জলের মধ্যে শাদা অথবা বর্ণহীন মাছেরা জল ছিঁড়ে
সাঁতার কাটে,
পাশে বয়ে যায় খানকয় নৌকো।
Leave a Reply