গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে থেকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের ব্যাংক একাউন্ট বিশেষ করে অনলাইন ব্যাংক একাউন্ট হ্যাক করে আসছে। উক্ত হ্যাকার চক্রকে আটকের প্রচেষ্টায় র্যাব-১২ বিশেষ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র্যাব-১২, এর নিজস্ব তথ্য প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যে হ্যাকার চক্রের রাজশাহী অঞ্চলের মূলহোতা মোঃ রাব্বী ইসলাম (২১) কে আটক করতে সক্ষম হয়। বৃহঃবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এই হ্যাকার চক্রটি ট্রাষ্ট ব্যাংক এর এক একাউন্টধারীর আই ব্যাংকিং একাউন্ট হ্যাক করে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাৎ করে। উক্ত ঘটনার পরেই র্যাব-১২ ব্যাংক হ্যাকিং ঘটনার অনুসন্ধান শুরু করে এবং দোষী ব্যাক্তিদের আটকের জোর প্রচেষ্টা চালায়। দীর্ঘদিন একাউন্টের সাথে সম্পৃক্ত তথ্যাবলি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১০ জুন ২০২০ খ্রি. তারিখ বিকাল ১৭:৩০ ঘটিকায় নাটোরের গুরুদাসপুরে অভিযান পরিচালনা করে হ্যাকিং চক্রের রাজশাহী অঞ্চলের মূল হোতা মোঃ রাব্বী ইসলাম(২১), পিতা- মোঃ আনিসুর রহমান প্রামনিক, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরকে আটক করা হয়।
এ সময় তাহার হেফাজত হতে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ০৯ টি মোবাইলসেট, ০৭ টি সিমকার্ড, ০৬ টি ডিভিডি, ০১ টি পাওয়ার ব্যাংক, ০১ টি কম্পিউটারের র্যাম ও ০১ টি মেমোরী কার্ড উদ্ধার করা হয়।
Leave a Reply