কিশোরগঞ্জ, ০৬ জানুয়ারী :
লাখ লাখ মানুষের অংশগ্রহণে কিশোরগঞ্জে জন প্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, টানা পাঁচবার নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশের বৃহত্তম ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া মাঠে আজ দুপুর সোয়া একটায় মর জানাযার নামাজ শুরু হয়। নামাজ শুরু হওয়ার অনেক আগেই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পাঁচ একর আয়তনের বিশাল ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়ে যায়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিসিবির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সাংসদ নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মোঃ আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ জানাযায় অংশ নেন। মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর তিন ভাই বিগ্রেডিয়ার (অবঃ) শাফায়েতুল ইসলাম, সৈয়দ ড. শরীফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা অংগ্রহণ করেন। স্থানীয় পাগলা মসজিদের ইমান মুফতি মোঃ খলিলুর রহমান ইমাম হিসাবে জানাযার নামাজ পরিচালনা করেন।
নামাজ শুরু হওয়ার আগে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে গার্ড অব অনার দেয়। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।
জানাযা শুরুর আগে দলের পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলামকে সৎ, নির্লোভ, নিরংকারী পরোপকারী মানুষ হিসাবে বর্ণনা করে তারঁ মাগফিরাত কামনা করেন। পরে মরহুমের পরিবারের পক্ষে ছোট ভাই মঞ্জুরুল ইসলাম জীবদ্দশায় সৈয়দ আশরাফুল ইসলামের ভুল-ভ্রান্তির জন্য সকলের কাছে ক্ষমা চান।
এর আগে দুপুর ১২ টা ৪০ মিনিটে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে একটি হেলিকপ্টার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরন করে। সেখান থেকে দুপুর ১ টায় মরহুমের মরদেহ শোলাকিয়া ঈদগাহ মাঠে পৌছে।
Leave a Reply