হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর প্রতিকার চেয়ে এক রাতেই সহস্রাধিক পোষ্ট পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার দিবাগত রাত পর্যন্ত সময়ের হিসেবে করলেই ভার্চুয়াল জগতে বিভিন্ন ধরনের ক্ষোভ আর আক্ষেপের অন্তত হাজার খানেক মন্তব্য চোখে পড়বে। এ যেন বিদ্যুতের কষ্টকথায় পরিপূর্ণ ফেসবুক! এদিকে পবিত্র রমজান মাসে বিদ্যুতের এমন ভোগান্তিতে শীতল হাওয়ার খোজে অনেকেই ঘর ছেড়ে নেমে এসেছেন সড়কে।
লোডশেডিং সমস্যা নিয়ে আব্দুর রউফ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন “বিদ্যুৎ না পেয়ে হতভাগা ভৈরববাসী অসহ্য প্রচন্ড গরম চরমে। পরম সুখে ঘর ছেড়ে সড়কে। তিনি আক্ষেপ করে আরেকটি পোষ্টে লিখেছেন “আধাঁরে নিমজ্জিত ভৈরব”
মোঃ আবদুর রাজ্জাক নামে আরেক ফেসবুক ব্যবহারকারী তার ওয়ালে লিখেছেন “ দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়, আবার ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, এই রেকর্ডের বিদ্যুৎ কোথায় যায়??? জাতি জানতে চাই!”
আহিয়ান শুভ নামে এক ব্যক্তি দুঃখ প্রকাশ করে লিখেছেন “ দিনের ২৪ঘন্টায় ২২ঘন্টাই লোডশেডিং! শতভাগ বিদ্যুতায়নের শহরের জনগণের আজ বিদ্যুতের ভোগান্তি! বিদ্যুৎ বির্পযয় সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জাকির হোসেন নামের একজন লিখেছেন “ভৈরবের উৎপাদিত বিশাল পাদুকা শিল্প বিদ্যুতের জন্য ধ্বংসের সম্মুখীন”
এছাড়াও বিদ্যুৎ সমস্যার সমাধানে নাগরিক আন্দোলনের বিকল্প নেই বলে উল্লেখ করে সুমন মোল্লা নামের একজন লিখেছেন “যতদিন পর্যন্ত নাগরিক সমস্যা সমাধানে কথা বলার প্ল্যাটফর্ম িৈতর না হবে, ততদিন পর্যন্ত দুর্ভোগ থেকে স্বস্থি আশা করা আকাশ-কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। তিনি আক্ষেপ করে আরো বলেন “দুঃখ, ভৈরবে নাগরিক আন্দোলন নামে কিচ্ছু নেই!”
বর্তমানে যত সময় যাচ্ছে ফেসবুকে আক্ষেপ আর ভোগান্তিতে ভরপুর এসব পোষ্টের সংখ্যা যেন বেড়েই চলেছে।
এদিকে ভৈরবের বিদ্যুৎ গ্রাহকদের এসব ভোগান্তির শেষ কথায় এমন প্রশ্নের কোনো সদোত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ। লোডশেডিং নিয়ে বিক্রয় ও বিতরণ কেন্দ্র ভৈরব এর নির্বাহি প্রকোশলী শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান চাহিদার ৩৫ মেগাওয়াট বিদ্যুতের পুরোটায় পাচ্ছে ভৈরববাসী। তবে সাময়িক কারিগরি সমস্যার কারণেই নাকি লোডশেডিং হচ্ছে। তবে শতভাগ বিদ্যুতায়নের ভৈরব উপজেলায় এ সমস্যার স্থায়ী সমাধান কি হতে পারে বা আদৌ হবে কিনা এমন প্রশ্নের জবাবে ভাগ্যকে দোষারোপ করে বোবা বনে যান দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। তবে কর্মকর্তার এমন আচরণ খুব একটা অস্বাভাবিক মনে হয় নি এই প্রদিবেদকের কাছে কেননা ভৈরবের সকল সাধারন জনগণ যখন বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে অতিষ্ট, তখনো মাথার উপরে বৈদ্যতিক পাখাসহ কক্ষে এসি চলছিল ওই কর্মকর্তার।
এদিকে দায়িত্বপ্রাপ্তদের এমন বক্তব্য জনমণে ক্ষোভের সঞ্চার করলেও বিদ্যুৎ সমস্যায় স্থানীয় সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রাণের ভৈরববাসীকে এই ভোগান্তি থেকে রক্ষা করতে পারে বলে আশায় বুক বেধেছেন অনেকেই। সরকারের কার্যকরি পদক্ষেপে শীঘ্রই এ সমস্যার সমাধান হবে এই প্রত্যাশা সকলের।
Leave a Reply