ডেস্ক নিউজ:
৯ জুলাই কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে “ট্রেইনি রিক্রুট কনস্টেবল” (টিআরসি) নিয়োগ পরীক্ষা- মে /২০১৯ সংক্রান্তে পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। সাধারন কোটা ও অন্যান্য কোটায় চূড়ান্ত ভাবে সর্ব মোট ১৫৩ জন প্রাথী উত্তীর্ণ হয় এবং অপেক্ষামান তালিকা আছে ১১ জন। পুলিশ সুপার বলেন, ২৯ মে থেকে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোন চাপ বা তদবির আসেনি। স্বচ্ছতার জন্য মাইকিং ও পোস্টারিং করা হয়েছে। এমনকি ফেসবুকেও প্রচারণা চালানো হয়েছে। প্রাথমিক বাছাইয়ের দিন পুলিশ লাইন্স মাঠে ড্রোনও ব্যবহার করা হয়েছে। কোন মাদকাসক্ত যাতে পুলিশের চাকরিতে সুযোগ না পায়, সে জন্যে ডোপ টেস্ট করা হয়েছে।
এসময় কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মাননীয় আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নির্দেশে পুলিশ বিভাগে শেষ হতে চলছে, তদবির, সুপারিশ আর বানিজ্যির মাধ্যমে নিয়োগ। এ নির্দেশে আলোকে স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাংলাদেশ পুলিশ বাহিনী স্বচ্ছ, সুন্দর একটি নিয়োগ উপহার দিয়ে প্রমান করেছে তাঁদের দেশপ্রেম।
মিডিয়া ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, ডিবির ওসি হাম্মাদ হোসেন, স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply