হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা বারটায় নাটাল এলাকার কাদির বেপারি রোডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শহর আওয়ামীলীগের সিনিয়ির সহসভাপতি হাজী মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আলী মো. রাজু, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া আয়োজকদের এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরণের কর্মকা- অব্যাহত রাখার আহ্বান জানান।
ভৈরব কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে সংগঠনের সভাপতি শেখ ইসহাক জানান, তাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে ভৈরবসহ কুলিয়ারচরেও এইসব শীতবস্ত্র বিতরণ করা হবে এবং আগামীদিনেও সংগঠনটি হতদরিদ্রদের পাশে থাকবে বলে প্রয়াস ব্যক্ত করেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম মিয়া।
Leave a Reply