স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস.ভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর দেশের সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পড়ার সাথে সাথে সোস্যাল মিডিয়ায় প্রধান শিক্ষক শাহনাজ কবীরকে নিয়ে অভিনন্দন বার্তা লক্ষ করা যাচ্ছে। জানা যায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাকে মাধ্যমিক বিদ্যালয়ের সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন।
আগামী ২৬ জুন আনুষ্ঠানিকভাবে দেশসেরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীরকে পুরস্কৃত করা হবে।
ক্যান্সারজয়ী শাহনাজ কবীর কিশোরগঞ্জের নারী শিক্ষা প্রসারে এক অনন্য আলোকবর্তিকা। তাঁর সততা ও আদর্শ সর্বজনবিদিত। দেশসেরা প্রতিষ্ঠান প্রধান এর স্বীকৃতি তাঁর সেই মহৎ কর্মেরই অনুপম মূল্যায়ন।
Leave a Reply