জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষাকে বাস্তবমুখী কর্মসৃজনে রূপ দিতে হবে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিনের সভাপতিত্বে ও তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ ওয়ালীউল্লাহ যোবায়েরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, জেলা পরিষদ সদস্য একেএস জামান সম্রাট, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, জাতীয় পার্টি তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঁইয়া চাঁন মিয়া, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহিন বলেন, তাড়াইল-করিমগঞ্জের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারো জোট সরকারের মাধ্যমে মুজিবুল হক চুন্নুর হাতকে আমাদের শক্তিশালী করতে হবে।
প্রধান অতিথি কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, খেলার মাঠ, ফঠক ও ল্যাপটফ সহ সরঞ্জামাদীর ব্যাবস্হা অবশ্যই করা হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাকে বাস্তবমুখী কর্মসৃজনে রূপ দিতে হবে।
Leave a Reply