হৃদয় আজাদ, ভৈরব :
কিশোরগঞ্জের ভৈরবে নিজ সহপাঠীদের হাতে নির্মম হত্যাকান্ডের স্বীকার শিক্ষার্থী ফারদিন আলম রূপক হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভৈরবের সর্বস্থরের জনগণ।আজ রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে নিহত রূপকের সহপাঠি ছাত্রসমাজ, শিক্ষক সমাজ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ দুই সহস্রাধিক লোকজন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভৈরব আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরিফউদ্দিন, শহর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমিন সৈকত প্রমূখ। এসময় বক্তারা শিক্ষার্থী রুপকের হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তি ফাসির দাবি জানান। এছাড়াও এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সহযোগি ও মদদ দাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধন শেষে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারিরা। এসময় এ মহাসড়কে প্রায় ৩০মিনিট যান চলাচল বন্ধ থাকে।
উল্লেখ্য গত ৩০ মে বৃহস্পতিবার রাতে অপহরণের উদ্দেশ্যে বাসা থেকে ডেকে নিয়ে রুপককে হত্যা করে তারই কয়েকজন সহপাঠি। পরে পরদিন শুক্রবার দুপুরে একটি ভবনের ছাদ থেকে রুপকের গলাকাটা বস্তাবন্দি লাশউদ্ধার করে পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকারকথা স্বীকার করলে ওইদিন শুক্রবার রুপকের তিনসহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও গত শনিবার রুপক হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
রুপক হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই প্রত্যাশা ভৈরববাসীর।
Leave a Reply