মোঃ আল-আমীন :
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর উদ্বোধনের তারিখ নির্ধারণ ও ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ত্ব করেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সাংসদ সৈয়দা জাকিয়া নূর এম.পি।
সভায় মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ কাজ পর্যালোচনা, জনবল নিয়োগ ও উদ্বোধনের তারিখ নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম), মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা: সজল কুমার সাহা, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, জেলা বিএমএ সভাপতি ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান ডা: মাছুমা খানম, জেলা কৃষক লীগ সভাপতি আহমেদ উল্ল্যাহ, সাবেক জেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিক সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
প্রায় ২১ একর জমির উপর প্রতিষ্ঠিত দেশের ২য় বৃহত্তম মেডিকেল কলেজ ও হাসপাতালটি আগামী ৩রা নভেম্বর উদ্বোধনের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলে এই তারিখেই কিশোরগঞ্জ বাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতালটি উদ্বোধন হবে।
Leave a Reply