নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে সবর্োচ্চ নিরাপত্তায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদগাহের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ(বিপিএম)। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শোলাকিয়া ঈদগাহে আয়োজিত জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মাশরুকুর রহমান(বিপিএম) বলেন, শোলাকিয়ায় ঈদ জামাতে বাড়তি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশের ভেতরে বিক্ষিপ্ত কিছু ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে। এ কারণেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরো জানা যায়, এ নিরাপত্তা ব্যবস্থাকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। ঈদগাহকে কেন্দ্র করে ৩২টি চেকপোস্ট, ১৭টি পিকেট(নির্ধারিত স্থানে বসে দায়িত্বপালন) ও রোড ডিউটি থাকবে। নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেজন্যে প্রত্যেক মুসল্লিকে তিনটি স্তর পার করে দেহ তল্লাশির মধ্য দিয়ে মাঠে প্রবেশ করানো হবে।
এছাড়া মেটাল ডিটেক্টর, আর্চওয়ে, বোম্ব ডিসপোজাল টিম থাকবে এবং মাইন মেটাল ডিটেক্টর দিয়ে ঈদগাহ সুইপিং করা হবে। পুলিশের চারটি ও র্যাবের দু’টি ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ভিডিও ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ওপেন সার্কিট ক্যামেরা অর্থাৎ ড্রোন দিয়েও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।
নিরাপত্তার স্বার্থে ঈদের দিন মুসল্লিদের কেবল জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় ব্রিফিংয়ে।
Leave a Reply