শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে বিজ্ঞান বিষয়ক (পদার্থ, রসায়ন ও জীব) পাঠদান পরিচালনার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগীতায় কর্মশালার বাস্তবায়ন করছে- শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটি।
উপজেলা হলরূমে অনুষ্ঠিত দুইদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক শিক্ষিকা অংশ নেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিতে কর্মশালার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাস ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. কাজল কলি।
এতে বিজ্ঞান ভিত্তিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে বিকোশিত করার উপর জোর দেয়া হয়।
Like this:
Like Loading...
Related
Leave a Reply