নিউজ ডেস্ক :
চলতি জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সংসদের অধিবেশনের মেয়াদকাল নির্ধারণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত হয়। চলতি অধিবেশন কতদিন চলবে এবং রাষ্ট্রপতির ভাষণের পর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর কতক্ষণ আলোচনা হবে কালকের বৈঠকে সিদ্ধান্ত হবে।
কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল চারটায় সংসদ ভবনের স্থায়ী কমিটির এক নম্বর সভাকক্ষে অনুষ্ঠিত হবে। কমিটির অন্যতম সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বৈঠকে অংশ নেবেন।
এই কমিটির অন্য সদস্যরা হলেন- বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
Leave a Reply