একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে রাজধানীসহ দেশের সকল স্কুলগুলোতে। এবার অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভর্তি ফরম বিতরণ শুরু করেছে সরকারি-বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনগুলো। পছন্দের স্কুলের ফরম নিতে ব্যস্ত সময় পার করছেন অভিভাবকরা। এবার একটু আগেই শুরু হয়েছে রাজধানীসহ দেশের সব স্কুল-কলেজে ভর্তিযুদ্ধ।
সন্তানকে ভালো কোন স্কুলে ভর্তি করতে প্রতি বছর ডিসেম্বর এলেই অভিভাবকদের উদ্বেগ-উৎকন্ঠা বেড়ে যায়। জাতীয় নির্বাচন থাকায় এবার অবশ্য একটু আগে থেকেই শুরু হয়েছে ভর্তি ফরম বিতরণ। সবার আগে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
এবারও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স থাকছে ছয় বছর। প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবং নবম শ্রেণিতে জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে। গত বছর প্রথম শ্রেণিতে ভর্তি লটারি হয় ২৬ ডিসেম্বর। পরীক্ষা হয় ১৯, ২০ ও ২১ ডিসেম্বর। ফল প্রকাশ ৩০ ডিসেম্বর। এবার সব তারিখই ১৫ দিন এগিয়ে আসছে।
অভিভাবক ইয়ানমিন আক্তার বলেন, অনেক ভালো স্কুলে ভর্তি করতে পারতাম, কিন্তু আমার বাসাতো মহাখালী দক্ষিণ পাড়ায় এজন্যই আমি এগুলো চয়েস করেছি, এজন্যই আমার পছন্দের তালিকায় অনেক স্কুল থাকলেও দিতে পারি না। এটা একটা খারাপ দিক আমি মনে করি।
অভিভাবকসাইদুর রহমান বলেন, আমার ছোট বোনকে এখানে দিচ্ছি ভালোর জন্য। ওর ভালো একটা ভবিষ্যৎ হবে।
মধ্য ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে সব ভর্তি। তাই ব্যস্ত সময় পার করছে স্কুল কর্তৃপক্ষ। এক স্কুল থেকে আর এক স্কুলে ছুটছেন শিশুর অভিভাবকরাও।
ise yarayacagini düsünmüyodum ama girince gerçekten sok oldum ??
fabulous writing thanks for participating 😻