হুট করেই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপের ঠিক দুই মাসে আগে তাই নতুন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হওয়ার দৌড়ে লিটন দাসের চেয়ে অনেকটাই এগিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তামিম। এরপরই সাকিব-লিটনের মধ্যে কে হবেন অধিনায়ক, তা নিয়ে শুরু হয় আলোচনা। জানা গেছে, ২-১ দিনের মধ্যেই সাকিবের কাছে অধিনায়ক হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে পারে বিসিবি। সেই প্রস্তাবে সাকিবের সাড়া দেওয়ার অপেক্ষায় বিসিবি।
গুঞ্জন রয়েছে, সাকিবকে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব দিতে পারে বিসিবি। সেক্ষেত্রে অন্তত ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সাকিবকে দায়িত্ব দেওয়া হতে পারে। আর তাই যদি হয় তাহলে ২০১১ বিশ্বকাপের পর ফের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলবেন সাকিব। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
কে হতে পারেন পরবর্তী অধিনায়ক এই বিষয়ে বিসিবি সভাপতি পাপন গণমাধ্যমে বলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো পরিষ্কার পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো। ওর পরিকল্পনা, ওর সাথেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। এটাতে কোনও সমস্যা নেই।’
Leave a Reply