মো.এখলাছ উদ্দিন
পুলিশের সাবেক আইজিপি রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় কিশোরঞ্জের কটিয়াদীতে দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে তার মনোনয়ন নিশ্চিত হওয়ার সংবাদে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে শহরে আনন্দ মিছিল করে। বেশ কদিন ধরেই কিশোরগঞ্জ-২ আসনে আসনে নৌকা মার্কার প্রতীক কে পাচ্ছেন তা নিয়ে বেশ উত্তেজনা ছিল। রবিবার সকালে পুলিশের সাবেক আইজিপি রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ দলের মনোনয়ন পাওয়ায় কটিয়াদী কলেজের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন । কটিয়াদী সরকারি কলেজের সামনে থেকে ভুভুজেলা বাজিয়ে তাদের আনন্দ প্রকাশ করতে থাকেন। এছাড়া কয়েকশ নেতাকর্মী শহরে আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ।
Leave a Reply