ডেস্ক রিপোর্ট
নির্বাচনি সহিংসতায় সারাদেশে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মী।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এরমধ্যে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কিছু পরেই রাঙ্গামাটি কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বাছির উদ্দীন নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজশাহীতে বিএনপি সমর্থকদের লাঠির আঘাতে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। নাটোরে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।
এদিকে কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের রাজঘর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলিতে নিহত হয়েছে এক আওয়ামী লীগ কর্মী, আহত হয়েছে দুইজন। কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
এছাড়া টাঙ্গাইলে এক ওয়ার্ড বিএনপি সভাপতির লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়ার কাহালুতে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে নিহত হয়েছে একজন।
এদিকে নরসিংদির শিবপুরে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং বিএনপির নেতাকর্মীদের হাতে বগুড়ায় মৃত্যু হয়েছে আরও একজনের।
Leave a Reply