রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিআইডি সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে
সিআইডি সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের উদ্বোধন

নিত্য-নতুন সাইবার অপরাধ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিতে হচ্ছে পুলিশকে। এরই ধারাবাহিকতায় সরকারবিরোধী অপপ্রচার রোধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সিআইডিতে সাইবার মনিটরিং সেলের কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মঙ্গলবার সাইবার মনিটরিং সেলের সম্প্রসারিত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সিআইডি বলছে, তথ্য-প্রযুক্তি খাতের অভূতপূর্ব উন্নতি মানুষের জীবন যাপনকে যেমন সহজ করেছে, সঙ্গে বয়ে এনেছে কিছু জটিলতাও। নতুন নতুন প্রযুক্তির আগমনে সমাজে অপরাধের ধরণ বদলে গেছে। নিত্য- নতুন অপরাধের সঙ্গে পরিচয় ঘটছে। এ সকল অপরাধ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিআইডিতে সাইবার মনিটরিং সেলের কার্যক্রমের সম্প্রসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সিআইডি জানিয়েছে, ইন্টেলিজেন্স এনালাইসিস, সাইবার স্পেসে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং অন্যান্য অপপ্রচারকারী চিহ্নিকরণ, সঠিক ও সত্য তথ্য প্রদান করে অনলাইনে গুজব ছড়ানো প্রতিহত করা, ফেসবুক, ইউটিউব, টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট ঘটনায় তথ্য সংগ্রহ করে অপরাধী সনাক্ত করা, অনলাইন গেমিং, অনলাইন জুয়া, ক্রেডিট কার্ড/ভিসা কার্ড জালিয়াতি, অনলাইনে গিফট প্রতারণা, নাইজেরিয়ান ফ্রড ইত্যাদি সাইবার অভিযোগ তদন্ত করে অপরাধী সনাক্ত করা, ই- কমার্স এবং এমএফএস প্রতারণা, ফেসবুক ও ইমো হ্যাকিং ইত্যাদি সংক্রান্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাইন্টিফিক তদন্ত পরিচালনা করার লক্ষ্যে সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে।

সাইবার স্পেসে কেউ সাইবার বুলিং অথবা অপরাধের শিকার হলে সাইবার পুলিশ সেন্টার, সিআইডি বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/ cpccidbdpolice এবং হটলাইন নাম্বার ০১৩২০০১০১৪৮ এ যোগাযোগ করার অনুরোধ করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি (এইচআরএম) মো. মাইনুল হাসান, ডিআইজি (ফরেনসিক) মো. আবু কালাম সিদ্দিক, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মো. হাবিবুর রহমান, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) মো. ইমাম হোসেন, ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com