খন্দকার মোহাম্মাদ আলী
সিরাজগঞ্জের কালিয়া হরিপুরে মনির তালুকদার নামে ব্যাটারি চালিত এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনির তালুকদার সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নজরুল তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে কালিয়া হরিপুর জমিদার বাড়িতে যাচ্ছিলো মনির তালুকদার। তিনি কালিয়া হরিপুর রেললাইন এলাকায় পৌছিলে দুর্বৃত্তরা অটোরিকশার গতিরোধ করে। এসয় তারা অটোরিকশার যাত্রিদের নামিয়ে দিয়ে মনিরকে তুলে নিয়ে যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থনে ছুরিকাঘাত করে রেল লাইনের উপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.ফয়সাল আহমেদ বলেন, ছুরিকাঘাতে মনির তালুকদারের মৃত্যু হয়েছে। নিহতের বুকে, পেটে ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পূর্ব শক্রুতার জেরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply