খন্দকার মোহাম্মাদ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের বর-কনে সহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২ জন ।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের রাজন (২২) ও রাজনের স্ত্রী সুমাইয়া খাতুন (২০), শরিফ শেখ (৩২), মুছা , খোকন, টুটুল, বায়োজিদ, সুমন এবং চালক কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে স্বাধীন (২৮)।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ২ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো । ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৌশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলপ রেলক্রসিং এলাকায় একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হন। সেই সঙ্গে ২ জন আহত হয়েছেন তাদেও অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে । পাকশী বিভাগীয় রেলওয়ে দফতর থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা যায়, তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুলাহ আল মামুনকে আহবায়ক করে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিক্যাল অফিসার এস কে রায়।
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
Leave a Reply