সিরাজগঞ্জে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়া কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালসহ জেলার ১৯টি বুথে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে। ভ্যাকসিন নিতে ব্যপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।
সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডাঃ কামরুন নাহার জানান, করোনার দ্বিতীয় ডোজের জন্য সিরাজগঞ্জ সদরসহ জেলায় ১৯টি বুথ খোলা হয়েছে। যাদের দ্বিতীয় ডোজ দেয়ার তারিখ নির্ধারিত ছিল, তারা টিকা নিতে কেন্দ্রে আসছেন। তবে এখন পর্যন্ত যারা টিকা নেননি তাদেরকে প্রথম ডোজ দেয়ার কার্যক্রমও চলছে।
তিনি আরও বলেন, প্রথম ডোজ নেয়া প্রায় সবার কাছে এসএমএস-এর মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেয়া হয়েছে। তবে কোনো কারণে কেউ যদি প্রথম ডোজ নেয়ার পরও দ্বিতীয় ডোজের সময় ও কেন্দ্রের তথ্য এসএমএস-এ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথম ডোজের টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
Leave a Reply