খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সয়দাবাদে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও হেলপাড় নিহত হয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসময় আহত হয়েছেন দুই জন। আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রাত (বৃহস্পতিবার) রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলীদাস পাড়া গ্রামের শক্তি মহন্তের ছেলে উজ্জল মহন্ত (৩৫) ও যশোহর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হামিদ জানান, রাতে উত্তরাঞ্চল থেকে ধান বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিলো। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের ড্রাইভার ও একটি ট্রাকের হেলপাড় মারা যান। এ সময় আহত হন আরো দুই জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
https://youtu.be/hOJJq9sohfw
Leave a Reply