মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সিরাজগঞ্জে নবম শ্রেণীর দুই প্রেমিক যুগলের লাশ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৭৩৭ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চক জয়কৃষ্ণপুর ও রঘুনিলি গ্রাম থেকে নবম শ্রেণীর এক ছাত্র ও এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতেরা হলো, তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের চক জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে রুবীনা খাতুন (১৪) ও রঘুনিলি গ্রামের ময়নাল শেখের ছেলে সাহেদ আলী (১৪)। তারা উভয়ে স্থানীয় চর দাখিল মাদ্রসার নবম শ্রেণীতে অধ্যয়নরত ছিল ।

নিহত সাহেদ আলীর বড় ভাই নয়ন শেখ জানান, রুবীনা খাতুনের সাথে সাহেদের বেশ কিছুদিন হলো প্রেম চলে আসছিলো। গত কয়েক দিন হলো তারা বিয়ের জন্য পরিবারকে চাপ সৃষ্টি করে। কিন্তু তাদের বিয়ের বয়স না হওয়ায় পরিবারে সদস্য বিয়েতে অমত পোষন করে। এতে অভিমান করে আজ সকাল ৯টায় রুবীনা খাতুন আতœহত্যা করে। প্রেমিকার আতœহত্যার খবর পেয়ে বেলা ১১টার দিকে সাহেদ আলীও ঘরে দড়ি পেচিয়ে আতœহত্যা করে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয়ের লাশ থানায় নিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত দুই জনের পরিবারের দাবী, তারা অভিমান করে আতœহত্যা করেছে। তবে এটা হত্যা না আতœহত্যা তা নিশ্চিত হতেই লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 responses to “সিরাজগঞ্জে নবম শ্রেণীর দুই প্রেমিক যুগলের লাশ উদ্ধার”

  1. The site is successful, I think it’s coming late, followers??

  2. ラブドール 通販 人々が実際の要件に自分で取り組む4つの方法

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com