সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে ৫১০ পিচ ইয়াবা ও নগদ ৩,১৭,০০০ টাকাসহ মোছা: মরিয়ম বেগম নামে এক মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করে । গতকাল (৫ফেব্রুয়ারি) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্রশেদ হাসান ও সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার-এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সদর থানার পূর্ণবাসন বড় শিমুল পঞ্চসোনা গ্রামের মো: হায়দার আলী টিক্কার বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
মোছা: মরিয়ম বেগম পূর্ণবাসন বড় শিমুল পঞ্চসোনা গ্রামের মো: হায়দার আলী টিক্কার স্ত্রী ।
র্যাব জানায় , আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে র্যাব কর্তৃক মামলা রুজু করা হয়।
Leave a Reply