সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সিএনজি অটোরিক্সা খাদে পড়ে ইসরাইল হোসেন (৫৪) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ সাহা বলেন, সকালে বেলকুচি থেকে কাপড় নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিলেন ইসরাইল সহ ৫ যাত্রী। তারা ঠাকুরটেক এলাকায় পৌছলে সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসরাইল হোসেন নিহত ও ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
Leave a Reply