সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন নিহত। এসময় আহত হয়েছে ৩ জন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে । এরা হলেন, শরিয়তপুর জেলার বকতারকান্দা গ্রামের লতি কাজির ছেলে ফয়সাল (৩০) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ গ্রাসোম আব্দুল লতিফেরে ছেলে সুরমান (২২)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রাজশাহী থেকে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি নলকা এলাকায় পৌছলে একটি কাভার্ডভ্যান ওভারটেক করার চেষ্টা করে। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় ৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।
Leave a Reply