ডেস্ক রিপোর্ট
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের ফলে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও অভিনন্দন জানিয়েছেন ইগারদের।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে জয়ের ধারা অব্যাহত রাখতে টাইগাররা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এছাড়া আলাদা বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ।
Leave a Reply