‘জিতলেই সেমিফাইনাল’- ঠিক এমনই একটি সমীকরণের শুরু হচ্ছে শনিবার (১৬ মার্চ) থেকে। ১৪ দলের মধ্যে লীগে এখন পর্যন্ত ঠিকে আছে আর ৮টি দল। তাদের নিয়েই শনিবার থেকে শুরু হচ্ছে হাইভোল্টেজ সুপার এইট পর্ব। গুঞ্জন রয়েছে প্রতি দলে দেখা মিলবে বিদেশী খেলোয়ারও।
কিশোরগঞ্জ জেলা ফুটবল লীগের শেষ আটের লড়াইয়ে শনিবার (১৬ মার্চ) প্রথম ম্যাচে দুপুুর ২:৩০ ঘটিকায় শক্তিশালী আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্রের মুখোমুখি হবে এস.বি স্পোটিং ক্লাব। পরের দিন দ্বিতীয় ম্যাচে একই সময়ে মুখোমুখি হবে চকম স্পোটিং ক্লাব বনাম আব্দুল বারীক ফুটবল একাডেমী। তৃতীয় দিন (১৮ মার্চ) খেলবে সচেতন স্পোটিং ক্লাব বনাম মার্শাল আর্ট এসোসিয়েশন। সুপার এইটের শেষ ম্যাচে (১৯ মার্চ) অংশগ্রহণ করবে বয়লা স্পোটিং ক্লাব ও বত্রিশ ক্রীড়া চক্র।
গত আসরের চ্যাম্পিয়ন আব্দুল বারীক ফুটবল একাডেমী এবারও সুপার এইটে ঠিকে আছে। তবে রানার আপ দল ও একবারের চ্যাম্পিয়ন প্রভাতী সংসদ ইতিমধ্যে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে। এবারের সুপার এইটের বিজয়ীদের নিয়ে আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল ম্যাচ।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান
উল্লেখ্য, গত মাসের ২২ ফেব্রুয়ারি জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।
লীগে চারটি গ্রুপে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো এ.বি. ফ্যাশান ক্রীড়া চক্র, এস.বি স্পোটিং ক্লাব, চমক স্পোটিং ক্লাব, আমরা সবুজ শারীর চর্চা কেন্দ্র, বত্রিশ ক্রীড়া চক্র, বত্রিশ জুনিয়র ক্লাব, তারুণ ক্রীড়া চমক, ঈশাখা স্পোটিং ক্লাব, সচেতন স্পোটিং ক্লাব, বয়লা স্পোটিং ক্লাব, মার্শাল আর্ট এসোসিয়েশন, আব্দুল বারীক ফুটবল একাডেমী, ইছামদ্দিন স্পোটিং ক্লাব, প্রভাতী সংসদ।
Leave a Reply