কিশোরগঞ্জে অতিথি চাইল্ড ফাউন্ডেশন এর উদ্যোগে ৫০ জন হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয় ।
শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ২ টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ গ্রামে এই কার্যক্রমের আয়োজন করে সংগঠনটি। একটি ভ্যানে সাজিয়ে রাখা হয় পাঞ্জাবী, জামা, ঈদের নতুন কাপড় ও ঈদের বাজার। এখান থেকে শিশুরা তাদের ইচ্ছা মতো পছন্দের কাপড় সংগ্রহ করেছে।
এটি অতিথি চাইল্ড ফাউন্ডেশন এর সপ্তম কার্যক্রম এর আগে তারা ৬ টি কার্যক্রম সম্পন্ন করেছে। মূলত তারা পথ শিশুদের আর্থিক এবং সামাজিক উন্নয়নে কাজ করে ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রেদওয়ান রাদি, সহ প্রতিষ্ঠাতা ইসরাত জাহান ধিরা, নওশীন জান্নাত, জেনারেল অ্যাডভাইজর উচ্ছ্বাস আব্দুল্লাহ’সহ অনেক সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এই সংগঠনে কাজ করছে স্কুল কলেজ পড়ুয়া শতাধিক তরুণ-তরুণী।
রেদওয়ান রাদি জানান, এইবার আমরা ঈদ আনন্দ বিতরণ নামে এই কার্যক্রমটি করি। যেখানে একটি ভ্যান গাড়ির মধ্যে জামা-কাপড় ও ঈদের বাজার সাজিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে পথ শিশুরা তাদের ইচ্ছামত পছন্দ করে জামা-কাপড় ও ঈদের বাজার নিতে পেরেছে। এ সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা তারা পথ শিশুদের জন্য একটি স্কুল করা।
Like this:
Like Loading...
Related
Leave a Reply