নিউজ ডেস্ক :
গত বুধবার প্রকাশ্য দিবালকে নিজের স্ত্রী মিন্নির সামনে কু… হ… করা হয় স্বামী রিফাত কে। হত্যার আগে থেকেই হ…কারী নয়নের সাথে ঝামেলা চলছিল।
এর আগে অনেকবার কথা কাটাকটিও হয় তাদের মাঝে। তার স্ত্রী মিন্নি কে নিয়ে নয়ন বরাবরই আজেবাজে কথা বলে আসছিল এমনকি ফেসবুকেও কিছু ছবিও পোস্ট করে নয়ন। রিফাতকে প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছিল নয়ন।
হুমকি দেওয়ার পর রিফাত ব্যাপারটি তার মাকে জানায়। তার মা সবকিছু শোনার পর পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কলেজ এলাকায় গিয়ে মিন্নির সঙ্গে দেখা করতে ছেলেকে নিষেধ করেন রিফাত শরীফের মা। প্রয়োজন ছাড়া বরগুনা শহরে যেতেও নিষেধ করেন তাকে।
কিন্তু মায়ের সেই নিষেধ অমান্য করে তিনি সেদিনও নিজের স্ত্রীর সাথে দেখা করতে এবং তাকে নিরাপত্তা দিতেই কলেজে গিয়েছিলেন। কলেজ থেকে ফেরার পথেই হামলা পরিকল্পিত ভাবে তার উপরে হামলা চালায় নয়ন ও তার দল।
রিফাতের স্ত্রী মিন্নি দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হা…কারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কু..য়ে র..ক্ত করে চলে যান। বাঁচাতে পারেনি তার স্বামীকে। সেদিন মায়ের নিষেধ অমান্য না করলে হয়ত বেঁচে যেত রিফাতের জীবন।
Leave a Reply