প্লাবন রায়,কিশোরগঞ্জ
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কিশোরগঞ্জ -১ আসনের আওয়ামীলীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে দলের নেতা-কর্মী ও আত্বীয়-স্বজনরা ততই ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারনায়।
কিশোরগঞ্জ ও হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় তাঁরা সৈয়দ আশরাফের হয়ে নৌকায় ভোট চাইছেন। এরই ধারাবাহিকতায় জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের চাচাতো ভাই সৈয়দ আশরাফুল ইসলাম টিটু আজ বুধবার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় লিপলেট বিতরণ করে তাঁর ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছেন।
কথা হলে তিনি ওয়ান নিউজকে বলেন,‘আমার বড় ভাই সৈয়দ আশরাফ এই এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। নির্বাচনী মাঠে এসে দেখছি, ভাইকে এলাকার মানুষ প্রাণ ভরে ভালবেসে। আমার বিশ্বাস, কিশোরগঞ্জ-হোসেনপুরের মানুষ সেই ভালবাসার তাগিদেই আবারো আমার বড় ভাইকে এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবে।’
Leave a Reply