নিজস্ব প্রতিবেদক
গতকাল প্রকাশিত আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় প্রথম অস্থায়ীরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তনয় সৈয়দ
আশরাফুল ইসলামের নাম থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিশোরগঞ্জ ও হোসেনপুরের দলীয় নেতাকর্মীরা। এ খবর জানার পর তারা মিষ্টি বিতরণ করেছে কিশোরগঞ্জ-১ নির্বাচনী এলাকায়। অবশ্য বিকল্প প্রার্থী হিসেবে নাম রয়েছে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূনের। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলাম অসুস্থ অবস্থায় বর্তমানে বিদেশে চিকিৎসাধীন। এর পরেও তাঁর নাম মনোনয়রন তালিকায় থাকায় উচ্ছাসিত কিশোরগঞ্জ ও হোসেনপুর উপজেলার মানুষ।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, এলাকার কৃতী সন্তান সৈয়দ আশরাফ মানুষের আস্থার প্রতীক। তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ায় এলাকার মসজিদে মসজিদে দোয়া হয়েছে। মন্দিরে মন্দিরে করা হয়েছে বিশেষ প্রার্থনা। নিজ নিজ এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। তিনি আরো বলেন, সৈয়দ আশরাফ অসুস্থ্য, নির্বাচনী এলাকার মানুষের কাছে না গিয়েই তাকে নির্বাচন করতে হবে। এর পরও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী আমি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান বলেন, ‘ সৈয়দ আশরাফ অসুস্থ্য হয়েও দলের মনোনয়ন পেয়েছেন। এর পর আর বুঝতে অসুবিধা থাকার কথা নয় যে তিনি আওয়ামী লীগের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
Leave a Reply