ডেস্ক রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে করেন দারুণ এক সেঞ্চুরি। এর আগে-পরে জাতীয় লিগে দারুণ ব্যাট করেন সৌম্য সরকার। তারই ফল পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ঘোষিত প্রথম ম্যাচের দলে ডাক পেয়ে। আন্তর্জাতিক ওই লড়াইয়ের আগে উইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন সৌম্য সরকার।
নিজের ব্যাটিংটা আরেকটু ঝালিয়ে নেওয়ার ম্যাচে বিসিবি একাদশের হয়ে ভালোই করেছেন সৌম্য সরকার। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন তিনি। ফিরেছেন ১০৩ বলে ৭৮ রান করে। ওই রান করার পথে সৌম্য ১০টি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকান। আরেকটু ধরে খেললে হয়তো তিনি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি তুলে নিতে পারতেন। তবে উইন্ডিজের বিপক্ষে ওই রানই সৌম্য সরকারকে আত্মবিশ্বাস দেবে বেশ।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩০৩ রান করে ইনিংস ঘোষণ করে। এরপর বিসিবি একাদশের হয়ে দুই ওপেনার সৌম্য সরকার এবং সাদমান ইসলাম দারুণ শুরু করেন। তাদের ওপেনিং জুটি থেকে আসে ১২৬ রান। এরপর সৌম্য সরকার আউট হয়ে ফেরেন। তবে ফিফটি তুলে খেলতে থাকেন আরেক ওপেনার সাদমান।
এর আগে বিসিবি একাদশের হয়ে বল হাতে নাঈম হাসান নেন ২ উইকেট। এছাড়া শাফিউল, রুবেল, সৌম্য এবং ফজলে রাব্বি একটি করে উইকেট পান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে শাই হোপ ৮৮ করেন। এছাড়া কিয়েরন পাওয়েল করেন ৭২ রান।
Kokusuzdur.