ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু জেলায় হত্যা মামলায় স্বামী-সন্তানকে গ্রেপ্তারের ঘটনায় আত্মহত্যা করেছেন এক নারী। আর এ খবর শুনে কারাগারে হার্ট অ্যাটাকে মারা গেছেন স্বামীও।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ৩৭ বছর বয়সী স্ত্রী ইন্দ্রানির মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মারা যান ৪৫ বছর বয়সি স্বামী সম্রাট।সম্রাট ও তার ছেলে তেজাসকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।
এ হত্যা মামলায় পুলিশ তেজাস ও তার বাবা সম্রাটকে গ্রেপ্তার করে। তাদেরকে এরইমধ্যে জেলে পাঠানো হয়েছে। ছেলে ও স্বামীর গ্রেপ্তারের খবর শুনে হতাশ হয়ে পড়েন ইন্দ্রানি। এক পর্যায়ে গত রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। স্ত্রীর মৃত্যুর খবর শুনে গত সোমবার হার্ট অ্যাটাকে মারা যান সম্রাট। এ ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply