হজে অংশগ্রহণের আগে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন, আগামী জুলায়ে অনুষ্ঠিতব্য হজের জন্য অংশগ্রহণকারীদের আগে থেকেই করোনার টিকা নিতে হবে। টিকা ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না।
হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে দ্রুত প্রস্তুতি নেওয়ার কথাও বলেছেন মন্ত্রী। হজ পালনকারীদের কোভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
করোনা মহামারির কারণে গত বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার অনুমতি পাননি। এবার সৌদির বাইরে থেকে কেউ হজে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে দেশটি এখনো কিছু বলেনি।
আগামী ১৭ জুলাই থেকে হজ শুরু হওয়ার কথা। করোনার কারণে গত বছর সৌদিতে বসবাসরত মাত্র এক হাজার মানুষকে হজ করার অনুমতি দেওয়া হয়েছিল।
Leave a Reply