ডেস্ক রিপোর্ট
জনপ্রিয় সঙ্গীত তারকা বালাম দীর্ঘদিন বিরতির পর আবারো নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। তার এই নতুন গানের শিরোনাম ‘হঠাৎ’। গানটি লিখেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান।
পরাগ ও ভাস্করের পরিচালনায় সম্প্রতি কক্সবাজারে গানটির শুটিং হয়েছে। বালামের বিপরীতে মডেল হয়েছেন সুজানা জাফর।
নতুন এই গানটি নিয়ে আশাবাদী বালাম। শ্রোতারা এটি পছন্দ করবেন এমনটাই বিশ্বাস তার।
বালামের প্রথম অ্যালবাম প্রকাশ করা হয় ২০০৭ সালে। ওই অ্যালবামের নামও ছিল ‘বালাম’। আর প্রথম অ্যালবামই বালামকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। সে সময় ওই অ্যালবামের প্রকাশিত ৯টি গান মানুষের মুখে মুখে শোনা গেছে।
Leave a Reply