রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হতদরিদ্র ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন সূর্যোদয়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ৬১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

সামাজিক সংগঠন সূর্যোদয়ের উদ্যোগে ৬৫০ জন হতদরিদ্র ও পথ শিশুদের মাঝে আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ-সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরঞ্জের পৌর মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ । এ-ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, বিশিষ্ট ব্যবসায়ী আজমল খান প্রমুখ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ সংগঠনের মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছেন।

সদস্যরা জানান, শীতবস্ত্র বিতরণ ছাড়াও বৃক্ষরোপন, ঈদবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচী পালন করে আসছে সূর্যোদয়। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের সদস্যগণ।

সূর্যোদয়ের ফিরে দেখা : ২০১৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ চ্যাটে কথাবার্তার বিষয়-বস্তু হয়ে ওঠে হতদরিদ্রদের কল্যাণে কাজ করা। প্রথমে তারা “পথ শিশুদের ডাকছি মোরা আয়রে তোরা আয় হেসে খেলে গাইবি তোরা নতুন জামা গায়।” হৃদয়ের জমিনে এই বীজ বপন করে উদ্যোগ বাস্তবায়নের প্রারম্ভে ঈদ উপলক্ষে পথ শিশুদের গায়ে নতুন জামা পরিধানের আত্মতৃপ্তি গ্রহণ করে এই তরুণ দল। তখনো এই কার্যক্রমের সাংগঠনিক কোন নাম পরিচয় নির্ধারণ করা হয়নি। মানবিক কাজ চালিয়ে যাবার প্রত্যয়ে দীর্ঘ পথ এগিয়ে যেতে একটি সাংগঠনিক নামে প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন বোধ থেকে একজন বন্ধু প্রস্তাব করে আমাদের এই দলগত কাজে ব্যানার হবে হবে সূর্য এবং অন্য একজন বন্ধু প্রস্তাব রাখে উদয়। তারপর সকল বন্ধুদের সহমতে দু’জনের প্রস্তাব গ্রহণ করে ‘সূর্যোদয়’ র্নিধারণ করা হয়। তারপর থেকে নিরলসভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছে সামাজিক সংগঠন ‘সূর্যোদয়’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com