কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌ দুর্ঘটনার শিকার যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে সাকিবুল ইসলাম সাকিব (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জর গিফারী জানান, সোমবার (১০ জুলাই) সন্ধ্যার কিছু আগে অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ব্রিজের নিজ থেকে পরোপকারী এই যুবকের মরদেহ অষ্টগ্রাম ফায়ার স্টেশনের ডুবুরিদল উদ্ধার করে। নিহত সাকিব অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বড়গীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাকুরিয়া থেকে একটি ডিঙ্গি নৌকায় করে একই পরিবারের দুই শিশুসহ সাতজন একটি গরু নিয়ে বোয়ালিয়া গ্রামের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ডিঙ্গি নৌকাটি ভাতশালা সেতুর নিচে প্রবল স্রোতে উল্টে যায়। এ দৃশ্য দেখে ব্রিজের উপর থেকে সাকিব ঝাঁপিয়ে পড়ে দুই শিশুকে উদ্ধার করে। পুনরায় নৌকায় থাকা অন্যদের উদ্ধার করতে গিয়ে পানির স্রোতে সে আর ফিরে আসে নি।
পরে উল্টে যাওয়া ডিঙ্গি নৌকার সবাই সাঁতরে তীরে উঠলেও সাকিব তলিয়ে যান।
Leave a Reply