হাত-পা বা কোনো অঙ্গ কেটে গেছে? হঠাৎ এমন হলে কী করবেন না করবেন অনেকেই তা বুঝতে পারেন না। আবার রক্তপাত শুরু হলে অনেকেই অনেক সময় ভয় পেয়ে যান। এমন পরিস্থিতিতে আমরা কিছু ভুল করে থাকি এতে ক্ষতস্থানে সংক্রমণের ভয় থাকে। আবার অসচেতনতায় ক্ষত শুকাতে দেরি হতে পারে। তাই ঘরোয়া উপায়ে রক্তপাত বন্ধ ও প্রাথমিক চিকিৎসায় যে বিষয়গুলো খেয়াল করবেন তা নিয়েই আজকের আয়োজন।
কি দিয়ে কেটেছে প্রথমেই এটি খেয়াল করতে হবে। লোহা বা জং ধরা কিছুতে কাটলে সংক্রমণ রোধী ইঞ্জেকশানের প্রয়োজন পড়বে। কেটে গেলে আক্রান্ত স্থান কোনো এন্টিসেপটিক সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেখানে মলম লাগাতে হবে।
ক্ষত গভীর হলে চিনি দেয়া যেতে পারে যা রক্ত জমাট বাধতে সাহায্য করবে। তারপর পরিষ্কার কাপড় বা গজ দিয়ে বেঁধে চিকিৎসকের কাছে নিতে হবে। কাটা জায়গা তুলা দিয়ে চেপে ধরলে তুলার আঁশ ক্ষতস্থানে লেগে যায়, তাই গজ বা কাপড় ব্যবহার করা ভালো।
সংক্রমণ রোধী মলম ও ওষুধ দেয়া যেতে পারে। বাসায় থাকতে ব্যান্ডেজ ছাড়া রাখুন। তাতে ক্ষত তাড়াতাড়ি শুকাবে। আবার বাইরে চিকিৎসকের কাছে গেলে ব্যান্ডেজ করেই বের হোন। আক্রান্ত স্থানে কোনো ধরনের জ্বলাপোড়া হলে চিকিৎসককে জানাতে হবে।
ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কাটাছেড়া আতঙ্কের অন্য নাম। কারণ তাদের ক্ষত বা ঘা দেরিতে শুকায়। তাই তাদের ক্ষেত্রে যতো দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাই হঠাৎ কেটে গেলে আতঙ্কিত না হয়ে বরং ধৈর্য্য ধরে প্রাথমিক চিকিৎসা দিন আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
ডাঃ মোহাম্মদ সালাহ্উদ্দিন
বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
Leave a Reply