চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মৌসুম শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে দলটির নেতৃত্বভার থাকবে ভারতের জাতীয় দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের কাঁধে।
স্লো ওভার রেটের কারণে গত মৌসুমে হার্দিক পান্ডিয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ওই নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত অধিনায়ক। নিয়ম অনুযায়ী, এক মৌসুমে তিনবার স্লো ওভার রেটের শাস্তি পেলে অধিনায়ককে ৩০ লক্ষ টাকা জরিমানা ও এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পরতে হয়। যেহেতু মুম্বাইয়ের শেষ ম্যাচেই এই নিয়মভঙ্গ হয়েছিল, তাই নতুন মৌসুমের প্রথম ম্যাচে নির্বাসিত হলেন হার্দিক।
যে কারণে হার্দিকের জায়গায় সূর্যকুমারকে প্রথম ম্যাচে নেতৃত্বভার দেওয়া হয়েছে। হার্দিক বলেন, “আমি না থাকলে সূর্যই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যার্টে সেই যোগ্য ও প্রথম পছন্দ। সূর্যই সেরা বিকল্প।”
উল্লেখ্য আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। পরদিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মুম্বাই। ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আইপিএলের সফলতম দলটি। ওই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক।
Leave a Reply